1

Ticker

6/recent/ticker-posts

নাটক এডিটিং কোর্স

 


এডিটিং ভিডিও ডেমো

❤️❤️❤️ নাটক এডিটিং কোর্স ❤️❤️❤️
✅ পরিচয় পর্ব এবং Software Installation
✅ কিভাবে নাটক এডিটিং করবেন
✅কপিরাইট ফি মিউজিক
✅ নাটকের বেকগ্রাউন্ড মিউজিক কিভাবে রিমুভ করবেন।
✅  নাটকের কিভাবে কালার কারেকশন করবেন।
✅ কোথায় থেকে নাটক সংগ্রহ করবেন।

নাটক এডিটিং এ বিভিন্ন টিপস

Captions : আমরা অনেকেই ক্যাপশনকে খুব গুরুত্ব দেই না আসলে একটা ভিডিওর প্রাণ হচ্ছে একটা ক্যাপশন। একটা ক্যাপশন এমন হওয়া উচিত যেন একটা চার-ছয় মিনিটের ভিডিওতে সম্পূর্ণ যে ঘটনাটা আছে এটা যেন এক কথায় একটা ক্যাপশনে উল্লেখ করা যায়। যেন একটা মানুষ ভিডিওটা তার সামনে পড়লে সে ক্যাপশনটা দেখেই বুঝতে পারে সে ভিডিওটা কোন বিষয়ে এবং সে বিষয়টা যদি তার ভালো লাগে সে সম্পূর্ণ ভিডিওটা দেখার আগ্রহ তার ভেতরে জাগবে। ক্যাপশন যদি না থাকে তাহলে তার সামনে সে ভিডিও আসলে সে বুঝতেই পারবে না এটা কোন বিষয়ে ভিডিও এবং সে এটাকে ফেলে চলে যেতে চাইবে, যদি আপনার ক্যাপশন এমন হয় যেটা খুবই আকর্ষণীয় যেমন "একটা নারী সবসময় একটা ছেলের কষ্টের কারণ হয়" বা "একটা ছেলে সব সময় ঠকেই যায়" এই বিষয়গুলা যদি এভাবে ছোট আকারে আকর্ষণ করে তুলতে পারেন মানুষ সে ক্যাপশন দেখে ভিডিও এর বিষয়টা বুঝতে পারবে এবং সে এই ঘটনাটা কিভাবে ঘটল দেখার জন্য তার ভিতর একটা কৌতূহল জাগবে। 
অতএব ক্যাপশন খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, অনেক সময় একটা ক্যাপশন ভালো হওয়ার জন্যই মানুষ একটা ভিডিও শেয়ার করে


Video Topic : আপনাদের সবসময় মনে রাখতে হবে ভিডিও কখনোই এডিটিং অথবা মিউজিকের জন্য ভিডিও ভাইরাল হয় না বা ভিউস আসে না, একটা ভিডিও সর্বোচ্চ অ্যাটেনশন পায় সে ভিডিওর টপিকের জন্য তার কারণ হচ্ছে ফেসবুক চলে ইমোশনাল এর উপর সেখানে আপনি যত ইমোশন যত কান্নাকাটি দেখানোর চেষ্টা করবেন একটা ভিডিও তত বেশি শেয়ার হওয়ার সম্ভাবনা বেশি থাকবে।
আপনি যদি একটা ফানি ভিডিও আপলোড দেন সেই ভিডিওটা অনেক মানুষ মজা পাবে তবে মানুষ কিন্তু এটাকে শেয়ার দেয়ার জন্য এতটা উৎসাহিত থাকবে না তার কারণ হচ্ছে আমরা সবচেয়ে বেশি শেয়ার করি ইমোশনাল কনটেন্ট যে বিষয়গুলা আমাদের সাথে মিলে যায় বা আমাদের জীবনের সাথে জড়িয়ে থাকে আবার আমরা মাঝে মাঝে এ ধরনের ইমোশনাল ভিডিও বা কষ্টের ভিডিও আপলোড দিয়ে আমাদের ফ্রেন্ডলিস্টে থাকা অন্য ফ্রেন্ডদের বা অন্য বিশেষ কাউকে দেখাতে চাই যাকে আমি সরাসরি বলতে পারছি না।
অতএব আপনাদের সবসময় এমন টপিক সিলেক্ট করতে হবে যেটা একটু ইমোশন যে বিষয়টা মানুষের জীবনের সাথে মিলে যায়।


Post a Comment

0 Comments