1

Ticker

6/recent/ticker-posts

শিক্ষকদের তথ্য কে যাচাই কে করে এবং কোনো ভূল আছে কি না কিভাবে যাচাই করবেন।


শিক্ষকদের তথ্য কে যাচাই কে করে EMIS Cell না iBas++ সঠিক তথ্য জানুন? এবং কোনো ভূল আছে কি না কিভাবে যাচাই করবেন

এতদূর, আপনার প্রশ্নের ভিত্তিতে, EMIS সেল এবং iBas++ দুটি ভিন্ন সিস্টেম, এবং তথ্য যাচাই নির্ভর করে আপনি কোন ধরনের তথ্য যাচাই করতে চান (শিক্ষকদের ব্যাক্তিগত বা ব্যাংকিং/অর্থনৈতিক) সে অনুযায়ী উপযুক্ত সিস্টেম ব্যবহৃত হয়।


এখন আপনারাই ভেবে দেখুন সমস্যা কোথায় EMIS সেল এর না এতক্ষনের আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে ইএমআইএস সেল থেকে শিক্ষক কর্মচারীদের তথ্য এর নিকট যে ভাবে প্রেরণ করবে iBas++ তেমন করে পাবে। হ্যাঁ তার যেটা নিজের মতো করে মিল করতে পারে তা হল ব্যাংকিং একাউন্ট তথ্য। এখন আমার প্রশ্ন হলো আমাদের সকল শিক্ষক কর্মচারীদের তথ্যের যদি ব্যাংক একাউন্টের তথ্যের সাথে বড় ধরনের অমিল থাকে তাহলে কি আমার ব্যাংকি লেনদেন করতে পারতাম। ব্যাংক আমাকে লেনদেন করতে দিবে।


আমাদের কে প্রতিদিন বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিভিন্ন ভাবে বিভান্ত করার চেষ্টা করে সময়ক্ষেপন করা হচ্ছে যার পিছনে অন্য কোন কারণ নিশ্চয়ই রয়েছে বলে 


এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের তথ্য যাচাই বা ডেটা ভেরিফিকেশন দুটি আলাদা সিস্টেমের

মাধ্যমে করা হয়ে থাকে, যা নির্ভর করে কোন ধরনের তথ্য যাচাই করা হচ্ছে তার উপর  আসুন আমরা জানার চেষ্টা করি কোন ধরনের তথ্য কোন কর্তৃপক্ষ যাচাই বা ভেরিফিকেশন করে। এখানে আমরা জানার চেষ্টা করব EMIS সেল শিক্ষকদের কোন তথ্যগুলো যাচাই বা ভেরিফিকেশন করে আর iBas++ শিক্ষকদের কোন তথ্যগুলো যাচাই বা ভেরিফিকেশন করে। আসুন, সেগুলোর বিস্তারিত আলোচনা করি:

*******EMIS সেল (Education Management Information System):

EMIS সেল মূলত শিক্ষা ব্যবস্থাপনা সম্পর্কিত তথ্য যাচাই এবং সংগ্রহ করে। এটি শিক্ষা প্রতিষ্ঠানগুলির তথ্য যাচাই, বিশ্লেষণ এবং সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। এর মাধ্যমে শিক্ষক, ছাত্র, শিক্ষাপ্রতিষ্ঠান এবং অন্যান্য শিক্ষা সম্পর্কিত তথ্য সঠিকভাবে যাচাই এবং আপডেট করা হয়।


EMIS সেলের তথ্য যাচাইয়ের কাজ:

১) যাচাই করার সময় ‍যদি শিক্ষক কর্মচারীদের তথ্যে কোন অমিল বা অসত্য দেখা যায় তাহলে তা সেই অবস্থায় থেকে বাতিল হয়ে যায়

২) শিক্ষকের যাবতীয় তথ্য যেমন তাদের নাম ও নামের বানান, শিক্ষাগত যোগ্যতার সনদ, জন্মতারিখ ইত্যাদি জাতীয় পরিচয় পত্রের সাথে মিল আছে কিনা সেগুলো সঠিক কিনা, তথ্যগুলো সত্যতা আছে কিনা সবকিছু যাচাই বাছাই করে নিশ্চিত হয়ে তারপর এমপিওভুক্ত করার সুপারিশ করে। তাদের সুপারিশের ভিত্তিতে মাউশি ঐ শিক্ষক বা কর্মচারীকে এমপিওভুক্ত করে।


যাচাই করার সময় সকল শিক্ষক কর্মচারীর তথ্য সনদ সম্পর্কিত হলে তা অনলাইনের মাধ্যমে যাচাই করা হয়।


৩) জাতীয় পরিচয় সংক্রান্ত তথ্য এনআইডি সার্ভার এর সাথে মিলিয়ে দেখা হয়। নাগরিকত্ব ও চারিত্রিক গুনাবলিও যাচাই বাছাই করা হয়। প্রতিবছর ইএমআইএস সেল থেকে প্রতিটি প্রতিষ্ঠান থেকে সকল শিক্ষক কর্মচারীর তথ্য সংগ্রহ করে তা তাদের সার্ভারের সাথে মিলিয়ে দেখা হয়।


https://www.blogger.com/blog/posts/5218262864818029459৩) প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীগণ যখন উচ্চতর স্কেলের জন্য আবেদন করে তখনও বেশ কয়েক ধাপে তাদের তথ্য যাচাই বাছাই করা হয়। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং নীতি নির্ধারণে সহায়তা করতে তথ্যের সঠিকতা নিশ্চিত করে।

 *****--iBas++ (Integrated Banking System Plus):

iBas++ হলো বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম বা ফিনান্সিয়াল সিস্টেম-এর একটি উন্নত সফটওয়্যার সিস্টেম যা ব্যাংকিং লেনদেন, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (EFT) এবং অর্থনৈতিক ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্য যাচাই ও ব্যবস্থাপনা করে।


iBas++ এর তথ্য যাচাইয়ের কাজ:

ব্যাংকিং লেনদেন এবং অর্থনৈতিক ডেটা যাচাই এবং প্রক্রিয়াকরণ করা হয়।


১) ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, লেনদেনের বিবরণ এবং অর্থনৈতিক অ্যাকাউন্টিং সম্পর্কিত সঠিকতা যাচাই করা সরকারি বেতন, পেনশন এবং অন্যান্য সরকারি অর্থনৈতিক কার্যক্রম এর সঠিকতা যাচাই করা হয়, বিশেষ করে সরকারি কর্মচারীদের অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে। শুধু মাত্র ব্যাংকিং তথ্য যাচাই বাছাই করে।


২) iBas++ মূলত ব্যাংকিং সিস্টেম এবং অর্থনৈতিক ব্যবস্থাপনায় তথ্য যাচাই ও ব্যবস্থাপনা করে, যেখানে EMIS সেল শিক্ষা ব্যবস্থার তথ্য যাচাই ও ব্যবস্থাপনায় ব্যবহৃত হয়। EMIS সেল শিক্ষক কর্মচারীদের যাবতীয় তথ্য যাচাই বাছাই করে, শিক্ষক পদোন্নতি, শিক্ষকের অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্তি নিশ্চিত করে।

iBas++ সিস্টেম মূলত অর্থনৈতিক এবং ব্যাংকিং লেনদেন সম্পর্কিত তথ্য যাচাই করে, যেমন সরকারি বেতন, পেনশন, অর্থনৈতিক ট্রানজেকশন ইত্যাদি।

পরিশেষে বলা যায় যে,

• EMIS সেল শিক্ষা এবং শিক্ষকদের যাবতীয় যাচাই ও ব্যবস্থাপনা করে।

• iBas++ সিস্টেম ব্যাংকিং এবং অর্থনৈতিক লেনদেন সম্পর্কিত তথ্য যাচাই ও ব্যবস্থাপনা করে।



Post a Comment

0 Comments