রোববার (১৯ জানুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এ অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকেরা।
শিক্ষকরা জানিয়েছে, বর্তমান সরকার এনটিআরসিএর সুপারিশ প্রাপ্ত শিক্ষকদের বদলির প্রজ্ঞাপন জারি করেছে যা নিরসন নয়, বৈষম্য সৃষ্টি করে শিক্ষক-কর্চারীদের হতাশ করেছে। তাই সর্বজনীন বদলির প্রজ্ঞাপন জারি করতে হবে।
শূন্যপদে সর্বজনীন বদলির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ও লংমার্চ কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। বদলি প্রত্যাশী এমপিওভুক্ত শিক্ষক ফোরামের ব্যনারে এ কর্মসূচি পালন করছেন তারা। এদিকে বদলি বিষয়ে আলোচনার জন্য ছয়জনের শিক্ষক প্রতিনিধি দলকে ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফোরামের অন্যতম সমন্বয়ক রবিউল ইসলাম ।
২০২১-এর এমপিও নীতিমালার আগে সব এমপিও নীতিমালায় এমপিওভুক্ত ইনডেক্সধারী শিক্ষকদের বদলি চালুর বিষয়টি উল্লেখ ছিলো। ১ আগস্ট শুধুমাত্র এনটিআরসিএ সুপারিশ প্রাপ্তদের পারস্পরিক বদলির প্রজ্ঞাপন দেয় যা ১ শতাংশ শিক্ষকেরও উপকারে আসছে না।
0 Comments