1

Ticker

6/recent/ticker-posts

EFT বেতন সংক্রান্ত শিক্ষা অধিদপ্তরের জরুরি নির্দেশনা

 

শিক্ষক কর্মচারিদের EFT এর বেতন সংক্রান্ত জরুরি নির্দেশনা দিয়েছে শিক্ষা অধিদপ্তর।  শিক্ষক কর্মচারিদের ধৈর্য ধারন করার কথা বলা হয়েছে। নিম্ম বিস্তারিত


এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর EFT সংক্রান্ত


১। যে সকল শিক্ষক-কর্মচারীর এমপিও শীটের নাম ও জন্ম তারিখের সাথে NID এর নাম ও জন্ম তারিখের হবহু (ডট সহ) মিল আছে এবং ব্যাংকের তথ্য ঠিক আছে তাদের ডিসেম্বর-২০২৪ মাসের এমপিও এর অর্থ EFT তে প্রেরণ করা হয়েছে।


২। যে সকল শিক্ষক-কর্মচারীর এমপিওশীটের নাম ও জন্ম তারিখের সাথে NID এর নাম ও জন্ম তারিখের ডট (.). কমা (,). স্পেস (), হাইফেন (-) এ ধরণের সামান্য অমিল আছে ব্যাংকের তথ্য ঠিক আছে তাদের ডিসেম্বর-২০২৪ মাসের এমপিও এর অর্থ দ্রুতই (চলতি সপ্তাহে) EFT তে প্রেরণ করা হবে।


৩। যে সকল শিক্ষক-কর্মচারীর এমপিও শীটের নাম ও জন্ম তারিখের সাথে NID এর নাম ও জন্ম তারিখের অক্ষর বা সংখ্যার অমিল আছে অথবা ব্যাংকের হিসাব নম্বর, হিসাবের নাম বা রাউটিং নম্বর ভুল আছে তাদের তথ্য সংশোধন করে ডিসেম্বর-২০২৪ মাসের এমপিও এর অর্থ EFT তে প্রেরণ করা হবে। সংশোধনের জন্য করণীয় কি সে সংক্রান্ত একটি নির্দেশনা পত্র আকারে দ্রুতই জারি হবে। পত্রের নির্দেশনা অনুসারে তথ্য দিতে হবে।


যে সকল শিক্ষক-কর্মচারী এখনো ডিসেম্বর-২০২৪ মাসের এমপিও এর অর্থ EFT তে পাননি তাঁরা নিজের NID এর নাম ও জন্ম তারিখের সাথে এমপিওশীটের নাম ও জন্ম তারিখ মিলিয়ে দেখলেই EFT তে অর্থ না যাওয়ার কারণ জানতে পারবেন। সকল শিক্ষক-কর্মচারীকে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করা হলো।





Post a Comment

0 Comments