বেসরকারি স্কুলকলেজের ৩ লাখ ৮৯ হাজার শিক্ষক-কর্মচারীর মধ্যে ৩ লাখ ৮০ হাজার শিক্ষক-কর্মচারীর তথ্য যাচাই করছে মাউশি। এরমধ্যে প্রথম ধাপে এক লাখ ৮৯ হাজার শিক্ষক-কর্মচারী ইএফটিতে বেতন পেয়েছেন। আর দ্বিতীয় ধাপে বেতন পেয়েছেন ৬৭ হাজারের কিছু বেশি শিক্ষক-কর্মচারী।
২য় ধাপের ৬৭ হাজার শিক্ষক কর্মচারিদের বেতন ভাতা ইএমআইএস সেল এর পেইড থাকলেও একাউন্টে এখনো টাকা আসে নি। অনেক শিক্ষক বলেন আমাদের আগের পদ্ধতি ভালো ছিল । সে হিসেবে এখনও বেতন পায়নি ১ লাখ ২৪ হাজার শিক্ষক-কর্মচারী। দ্রুত বেতনের দাবি জানিয়েছেন বেতন না পাওয়া শিক্ষক-কর্মচারীরা।যাচাইকালে অনেক শিক্ষক-কর্মচারীর ডাবল এমপিও, ভুল তথ্য দিয়ে এমপিও নেওয়ার বিষয়টি সামনে আসে। এছাড়া অনেকের এমপিওভুক্তির তথ্যের সঙ্গে জাতীয় পরিচয় পত্রের তথ্যের মিল নেই। অনেকের জন্ম তারিখ ঠিক নেই। বিষয়গুলো সমাধান করে তৃতীয় ধাপের বেতন ছাড় করা হবে।
আরও পড়ুন
EFT বেতন সংক্রান্ত শিক্ষা অধিদপ্তরের জরুরি নির্দেশনা
নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমআইএস সেলের এক কর্মকর্তা জানান,তৃতীয় ধাপেও যাদের ইএফটিতে বেতন ছাড় করা সম্ভব হবে না তাদের পরবর্তীতে একটা নির্দিষ্ট তারিখের মধ্যে তথ্য সংশোধন করে পাঠাতে বলবে অধিদপ্তর।
সার্বিক বিষয়ে জানতে চাইলে ইএমআইএস সেলের প্রোগ্রামার মো. সাইফুল ইসলাম বলেন, ৩ লাখ ৮০ হাজার শিক্ষক-কর্মচারীর মধ্যে দুই লাখ ৫৬ হাজার শিক্ষক-কর্মচারী ইএফটিতে বেতন পেয়েছেন। বাকিদের বেতনের বিষয়ে তথ্য সংশোধনের কাজ চলছে। এ প্রক্রিয়া শেষে যারা প্রাপ্য তাদের বেতন দেবে সরকার।
0 Comments